কোনো এক শরৎের আবছা বিকেলে,
দেখছি আকাশ কত সুন্দর শেষ প্রহরে।
দুপুর গড়িয়ে মিষ্টি বাতাস বয় দিন শেষে,
আকাশে তখন ঘন কালো মেঘের ভেলা ভাসে,
কাশফুলের শুভ্রতায় মোড়ানো পুরো শহর,
ভাবছি বসে আসবে তুমি,শেষে শত সহস্র প্রহর।


এসেছিলে তুমি একবার,শরৎের প্রভাতে
জাগিয়ে সুখের আশা চলে গেলে, কত অজুহাতে।
কোনো এক শরৎের ভালোবাসা নিয়ে মনে
খুজি তোমায় কতকাল ধরে তন্দ্রাহীন নয়নে।


আসবে না জানি তবু অপেক্ষার প্রহর গুণী,
পথ চেয়ে থাকাটাও সুখের অনেকখানি।
তাই পড়ন্ত বিকেলে থাকি তোমার পথ চেয়ে,
এই শরৎের আকাশের নীল-সাদার মুগ্ধতা নিয়ে।


আবারো,কোনো এক শরৎে তুমি এসো,
আবারো,কোনো এক পড়ন্ত বিকেলে আমার হয়ে যেয়ো।