ভালোবেসে অস্রুসিক্ত দুটি আঁখি,
ব্যস্ত আজ সবাইকে দিতে ফাঁকি।
সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব?
এখানেই করো তবে সম্পর্কের সমাপ্ত।
শব্দবিহীন গভীর নদীর তীরে,
স্মৃতিচারণ করো বসে নিবিড়ে?
দূঃখ পোষো মনের ভিতর,
যেনো রয়ে যায় হাসির আড়ালে।
বিবর্ণ বিস্তীর্ণ মাঠের ওপারে,
শীতল নিস্তব্ধ গাছের ছায়াতলে বসে
ইতি টানো প্রেমময় অতীতের।
উপভোগ করো স্নিগ্ধ বাতাস প্রকৃতির
আসবে সুদিন,ফুঁটবে হাসি
ভুলবে অতীত,জীবন হবে মধুময়।
ভরসা রাখো একান্ত, নিজের প্রতি।