আমি রাতজাগা ঐ প্রেমের শহর
জল-ছল-ছল চোখে গুনেছি প্রহর।
খাঁ খাঁ করা জলহীন শূন্য নদী,
তুমি আমি আজ ভিন্ন পথের পথিক।


আমার ব্যথার আমিই দরদী একাকী,
খোঁজেনা তো কেউ,আমি যে কোন গৃহবাসী
এ ছিলো মিছে প্রেম,অভিমান পরবাসী।


অভিমান অভিযোগের সময় হারিয়েছি,
ভিড়ের মাঝে একা থাকতে শিখেছি।
আধাঁরের জলে ডুবে থেকে সুদীর্ঘ সময়,
উড়িয়েছি দীর্ঘশ্বাস ঝড়ো হাওয়ায়।


আকাশের বিশালতায় হারিয়ে গিয়ে,
ঘুম উপেক্ষা করে স্বপ্নের সাথে হেটেঁছি।
পাহাড়ের কাছে মৌন হতে শিখেছি,
রাতজাগা ঐ প্রেমের শহর,আমি ডুবেছি।