গোধূলি মিলিয়ে যায় কত শ্রাবনী সন্ধ্যায়,
পাখি সব ঘরে ফিরে পশ্চিমের শিখায়।
বিকেলের লালআভা অস্ত যায় সন্ধ্যা তারায়,
ঘনিয়ে যায় সন্ধ্যা নিশির ছোয়ায়।
দূর হতে ভেসে আসে আযানের সুর,
সাঝের স্তব্ধতা বয়ে মিলায় বহুদূর।
ধূপের গন্ধে বেজে ওঠে শঙ্খ ধ্বনি,
তুলসীতলায় মঙ্গলদ্বীপ সাজায় রমণী।
সন্ধ্যার আকাশে আকিঁ বিদায়ের অভিযান,
ফেলে আসি অতীতের শত অভিমান।
আলো দিয়ে গড়ি যত রূপরস ঘ্রান,
অভিনয়, অভিমান নিয়ে ঘনিয়েছে সন্ধ্যা,
কতবার ফিরে গেছি নিয়ে অপূর্ণতা।
লাল আভা কেটে গিয়ে স্থান হয় তারার,
নীরব প্রকৃতি আকাশের বুকে অন্ধকার ছড়ায়।
কান্নার স্রোতে ভাসে স্মরনের ঘর,
ব্যাথাভরা আকাশ শুধু সন্ধ্যাতারার।