দিন চোখ বুঁজেছিল কাল,রাত আসার অনেক আগেই
দলা দলা অন্ধকার তাই স্থির হয়ে ছিল জানালায়।
ঘোর স্তব্ধতার মাঝে ঝুম বৃষ্টি নেমেছিল মুষলধারে।


সন্ধ্যার আয়োজনে ছিল সরিষা ইলিশের সাথে ভুনা খিচুড়ী,সাথে বেগুন ভাজা গরম আরও ছিল আচার বাহারী। কলমে অক্ষর ছিল,কাগজও ছিল প্রস্তুত, তবু
বর্ণমালার ভাবনারা ঘুমুতে চেয়েছিল দিয়ে কাঁথা মুড়ি।


ভাষার ভেতরে ঘুমিয়ে ছিল ভাবনার ঠান্ডা আমেজ গুটিশুটি। ডুবেছিল গভীর স্তব্ধতায় পথ-প্রান্তর, সমস্ত প্রকৃতি। যেনো কামড়ে দেবে আঁধার সেই ভয়ে ভীত সন্ত্রস্ত চাঁদ লুকিয়ে পড়েছিল কোনো এক নিভৃত কোনে।

চোখের পাতাগুলো ভারি হয়ে এসেছিল তন্দ্রায়, আমার ভাবনার ভাষারা কবিতা হয়ে তাই কলমের ঠোঁটে দেয়নি চুম, কখন যেন দু'চোখে এসে বসেছিল গভীর শান্তির ঘুম।


সারারাত যতবারই করেছি এপাশ ওপাশ  শুনেছি সুনসান নিরবতায়, আমার অলেখা কবিতা গুলো যেনো ঝরে ঝরে পড়েছে ছন্দ মুখর অবিরাম বৃষ্টির ধারায়।


১৪ই জুলাই ২০১৯