অভিশপ্ত আত্মাকে আমি আর বিচারের মুখাপেক্ষী রাখিনা...

কবিতার ঘোর অমাবস্যায় উজ্জ্বল তারাদের পিছু ফিরতে ডাকি না...

দেখেছি শায়িত প্রেয়সীর বিষাক্ত দেহের ওপর উজ্জ্বল উত্তরীয়ের ভয়ংকর জৌলুস..

তাই আমি আর ন্যায়ান্যায়বোধ আঁকড়ে থাকিনা...

মধ্যরাত হোক কিংবা একলাদুপুর...

আমি আর আকাশপাতালসাগরনদী ভাবিনা...