এসি ঘরে বসে সাজাই অনায়াসে জাত্যাভিমানী হুংকার,

ভাবিনা সে হুংকার করে দেবে কত ঘর ছারখার..

হিসেব রাখিনা কত প্রেমগাথা সীমান্তে আছে বাঁধা,

রতিসুখে যখন ক্লান্ত আমরা,একা শোয় কত রাধা।

যুদ্ধ চাই, প্রতিশোধ চাই,চাই দিতে প্রত্যুত্তর।

ভাবিনা তো কত সীমান্তগামী চিঠি হবে নিরুত্তর।

ভাবিনা তো প্রেম তাহাদেরও ছোঁয় আমাদের ছোঁয় যত।

কোনো অভিশাপে জমে থাকে প্রেম যকের ধনের মত।

ছেলে মার কোলে,সীমান্তে বাপ বুলেটে পেতে যে বুক।

এই বুঝি সেই কুখবর আসে,প্রেয়সীর ধুকপুক।

যুদ্ধ যুদ্ধ খেলে কারা আর কার সিঁথি হয় ফাঁকা!

বাবাকে খোঁজা দামাল ছেলেকে বুঝিয়ে যায়না রাখা।

রাষ্ট্রনায়ক, ক্ষুদ্ধ জনতা, সীমান্তে উত্তেজনা।

শান্তির এত প্রচার তবুও জেতে সব যুদ্ধমনা।

প্রশ্নটা সহজ,বারবার ওঠে,ওঠে শুধু শেষবেলায়,

যবনিকা কবে নামবে হে তোমার যুদ্ধ যুদ্ধ খেলায়??



লো. ভ.