ব্যালকনিটা তোমারই আছে
বারান্দাটাও তোমার---
পেয়ে হারানোর কষ্টগুলো
ওসব শুধু আমার ।
গ্রিনবেঞ্চ আর বিএলএস
কিংবা ওই অডিটোরিয়াম
দিনভর শুধু ওরা বলে
তোমার কথা অবিরাম ।
তুমি নাকি ওয়াকিং এফেম
কানে লাগাও বড্ড তালা
ময়দানে মেট্রো ধরায়
তোমার আবার কীসের তাড়া ?
কফির ফ্যানায় সাহসী ধোঁয়ায়
আজও আমি তোমায় দেখি
ক্যান্টিনঅলা অরুণদাও
তোমার কথাই বলেন দেখি ।
বৃষ্টি হওয়া আজ বিকেল
জল থইথই পার্ক স্ট্রিট ।
ছাতার ভিড়ে তোমায় খোঁজে
জলেভেজা চোখ পিটপিট ।
তোমার গানে কফিহাউস
মানিকতলা বড্ড 'লাকি'
এক মুহূর্তে থমকে শহর
যদি তুমি দাও ফাঁকি ।
বলবে কিছু? বলবে নাকি
সন্ধে নামার আগের কথা ?
আর নাহলে লুকিয়ে রাখো
পাথরচাপা গল্পগাথা ।
ঝরেছে বৃষ্টি আবার ঝরো
গানের ডালি উপচে তুমি
ব্যালকনিটার পাশে থাকো ।