অনেক কথার স্রোত পেরিয়ে বিকেল।
তবু ছুঁতে পাইনা তোমায়।
বিরক্ত লাগে।
তুমি দিঘির থেকেও শান্ত, নিঃশব্দ শীতল।
বহুদিন দেখিনি ওই কাঁচা সোনা রঙ।
শুনিনি মেঘেদের দিকবদল, বজ্রধ্বনি।
হয়তো অন্য কেউ শুনেছে
হয়তো অন্য কেউ জানে
শুধু আমি জানিনা,তোমায় কোন দেশ কোন শহর
লুকিয়ে রেখেছে বুকের নরম পালকে।
জানলায় বসে থাকি।
দূর রাতের আকাশে তোমার শহর থেকে যদি বিমান উড়ে আসে।
তোমাকেই পার্থনা দিনান্তের প্রহরে।
যদি ফিরে আসো, নিয়ে এসো সাথে প্রলয় স্তব্ধ মূহুর্ত।।