তির্যক চোখের আগুণবেলায়
সাগর যেন লজ্জা মাখায় ,
সুতোর প্রলেপ আঙুলের ডগায়
বালির ঘর বানাতে শেখায় ।
মুঠো করে রাখা বার্তাগুলো
নকশা-কাগজে উড়ে বেরায় ,
দিন পোহালে আমার কাছে
রঙবেরঙের আলো জ্বালায় ।
শিশির বুকে ঝমঝমিয়ে
রাতের আকাশ বৃষ্টি বিদায় ,
নেবুচাদের শূন্য উঠোন
মনখারাপের গল্প শোনায় ।
হারিয়ে যাওয়া নাকছাবিটা
কাজল রাতে ঝলক দেখায় ,
ছোটগল্পের শেষে যেমন
বিদায়বেলায় বিষাদ মাখায়