জানি আমি জানি
নইরে চিরন্তন,
শুধু ক্ষণিকের;
যতটুকু প্রয়োজন।
ফিরাবি আমারে
ফুরালে সেটুকু তোর;
নিশিরাত ভোলা,
যেমন ফুটিলে ভোর্।
সেদিন আসিলে
চির বিদায়ের আশে,
আজিকে রয়েছি
সাথী হয়ে তোর পাশে।
সে আসি দাঁড়ালে
নব-নবীনের বেশে,
ছেড়ে দেব পথ
নিশ্চিত বিশ্বাসে।
যে টুকু পেলাম
সুখ-স্মৃতি হয়ে রবে,
আর কেহ তারে
কেড়ে লহে নাহি যাবে।
যখনি আঁধার
ঘিরিয়া ধরিবে তোরে,
মনে পড়ে যাবে
ক্ষণিকের অতিথিরে।