ছেড়ে দাও মা, একটা লাশ ফেলে আসি
প্লিজ মা,হাতটা ছাড়ো...
আগে তো কোনও দিন এত শক্ত
করে ধরোনি হাতটা
মনে আছে,মা,এই হাতেই একদিন ঝান্ডা
আর বন্দুক ধরেছিলাম...
তুমি বেত মেরেছিলে, খুব জোরে, সাত-সাতটা
দাগগুলো এখনও রয়েছে, ব্যাথাও করে,
বলিনা মুখে।
হাতটা ছাড়ো মা, গুলি করে
আসি শয়তানগুলোর বুকে।

ওই শয়তানগুলোই তো আমার বোনকে ধর্ষণ করেছিলো, তোমার উঠোনে
এখনও সেই আওয়াজ আর আগুন আমার মনে
যে আওয়াজে বোনের কান ফেটে রক্ত ঝরলো, যে আগুনে বাবার দেহ ও আদর্শ সব ছাই হলো।
তুমি ও আমি লুকোলাম, আর শয়তানগুলো পালালো
তুমি তো জানো,মা,আমি শুধু তোমাকেই ভালোবাসি
কথা দিচ্ছি, ফিরে এসে ভাত খাবো...
হাতটা ছাড়ো,প্লিজ...
দেখি,শয়তানগুলো কোথায়,একটা লাশ ফেলে আসি !


ঐ যে দ্যাখ রাজনৈতিক প্রতিহিংসা, মেরেই চলেছে প্রতিদিন, মেরে মেরে গুঁড়িয়ে দিচ্ছে জনগনের শিরদাঁড়ার মোহিনীশক্তিকে। পিস পিস করে আশবাটিতে কুচিয়ে নিচ্ছে পছন্দমত আহ্লাদ।


তারপর কাটা রক্তে ইচ্ছেমত নুন ছড়াচ্ছে,
গণতান্ত্রিক স্বপ্নকে সেদ্ধ করছে তপ্ত ভাপে।
চেয়ে দ্যাখ মা, কেমন করে গিলে খাচ্ছে একদলায়
যাতে করে একটু পরেই আবার ক্ষিদে পায়।


"জনগণ" অধিনায়কোচিত ইনিংস আবারো  খেলতে হবে আরেকটি বার,ছেড়ে দে মা, রাজার পতন অনিবার্য। খেলা শুরু হয়ে গেছে, রাজা। ওই তো, দৌড়ে আসছি আমি, ফাস্ট বোলার।


ছাড়ো মা,
কথা দিচ্ছি, ফিরে এসে ভাত খাবো...
হাতটা ছাড়ো,প্লিজ...
দেখি,শয়তানগুলো কোথায়,একটা লাশ ফেলে আসি !