এতদিন ভুলে ছিলে
যারে অবহেলায়
সেদিনও কি পড়েনি মনে?
যেদিন বেজেছিল
তার পায়ের নূপুর
চৈত্রের ঝরা পাতায়,
বৈশাখের মৌসুমী হাওয়ায়
ক'ফোঁটা বৃষ্টি ভেজা
মন কেমন করা সন্ধ্যাবেলায়।
আজও কি ভুলে আছো?
একবার মনে করে
স্মৃতিটাকে জাগিয়ে দেখ
হয়তো এখনো কোথাও বেজে ওঠে
চেনা চেনা নূপুড়ের ধ্বনি
বলছে তোমায় চিনি গো চিনি।