প্রেমের পথে বাধা   করে যেইজন,
ঈশ্বর সেবিলনা   মূর্খ সেইমন।

প্রেম যদি হয় ওগো বিধির কারণ।।

প্রেম আসে স্বর্গ হতে   মর্গে পড়ে রয়,
প্রেমহীন সর্ববৃথা   মূল্যপরাজয়।

প্রেমের পথে ওগো কর না বারণ।।

প্রেম হোক  রঙেরনে   মধুপরবন,
প্রেম রৌদ সূর্যমূখী   খোদার সৃজন।

প্রেম রোগ ব্যাধি শোধ  হোক তা চারণ।।