ইদানিং আমার একটা নেশা পেয়েছে-
বিড়ি, সিগারেট, তামাক, হিরুঈন, আফিন এসব কোন কিছুর নয়,
নারীনেশা;
বিভিষিকার আলো মরিচিকা হয়ে আমাকে লুটিয়া লয়।
কি আছে অই নারীত্বের মাঝে, কি নেই;
বিষণ চিন্তায় জীবন দূর্বিসহ হয়ে জন্মান্তরের ক্ষয়।।


আজও রাতের নির্জনতায়, বাতাসে
তোমার বেজা চুলের গন্ধ পাই!
মরিচাধরা মনে, যখন তখন তোমার
নেশা; উতলিয়া উঠে অবেলায়।
আজও বাতাসে আমি তোমার শরীরের স্পর্শ পাই!!


অঘোড় এ সময়টা-
কতোদিন হয়ে গেল তোমায় আমার দু‘চোখ
দেখেনা; কেবল বার বার তোমায় নিকটে পেতে চাই।
স্মৃতিগুলো একেবারেই যেন মুছতে চাই না;
আজও বাতাসে তোমার কন্ঠের ধ্বনি কানে শুনতে পাই!!


আজও বাতাসে তোমার ছায়া ভেসে আসে।
আজও বাতাসে তোমার চুলগুলো উড়ে দ্বার-পাশে।
আজও বাতাসে তোমার চোখের নীলপলক মিছে হাসে।
আজও বাতাসে তোমার দেহ কেবল বাতাস।
তোমার প্রেম আজ হয়ে আছে আকাশ।।
     আকাশের ওপড়ে আকাশ।।