বিশ্ব কবিতা দিবসে
আমরা করেছি বিশ্বজয়,
কবিদের কলমের আচরে
সৃষ্টি করেছে পরাজয়ের বিজয়।


কবিতা চলে কলমের দরুন
আমরা স্বাধীনতা পায় রক্তক্ষয়ের বিনিময়,
রবীন্দ্রনাথ;নজরুল এদের মত কবিদের
ভবিষ্যতে আমরা আরও পড়তে চাই।


এক সাগরে দোয়াতের বিনিময়ে
আমরা পেয়েছি স্বাধীনতা,
কবিদের আজীবন স্রষ্টাকে
প্রতিজ্ঞা কর কখনো ভুলবো না।


সবশেষে একটায় কথা বোলবো:
কলম আসবে, আবৃত্তি আসবে
কবি আসবে ঘরে,
আজও তাদের জন্য;প্রিয়জনরা
পায়ের ধূলো নেওয়ার জন্য মরে।