গোলাপ যদি লাল হয়
শিউলি ফুল হয় সাদা;
জীবন যদি তৈরী করতে হয়
প্রতিমুহূর্তে টক্কর নিতে হবে বাধা।


জীবন যদি কর্ম হয়
মানুষ হওয়া তার ফল;
বাঁচতে হলে প্রতি মূহুর্তে
পান করতে হয় জল।


জীবন যদি হয় বইয়ের মত
অধ্যায় হল প্রতিটা মূহুর্ত;
সময় থাকতে কর্ম কর; না হলে
পাবে না জীবন বাঁচার মত শর্ত।


টাকা যদি হয় মানুষের অহংকার
খিদা হল তার পাওনা;
ভাল জীবন তৈরী করতে হলে
কর্ম কেন করতে চাওনা;
                 বল? বল? বল?