ঋতুর মধ্যে সেরা ঋতু
সবাই বলি ঋতুরাজ,
কূলছাড়া সেই বসন্তের কাননে
করছে এক অশলীল শান্তির বিরাজ।


শীত শেষে আসে বসন্ত
বইছে ফাগুনের শুষ্ক বাতাস,
সবার মনে জেগে উঠেছে
বসন্তের প্রেমের অবকাশ।


ফাগুনের শুষ্ক বাতাস দ্বারা
গাছের ঝরে সমস্ত পাতা,
পাখিদের কূজনে, কলতানে
ফূটেছে ফূল ফোটার খাতা।


দোলের রঙে মাতোয়ারা বসন্ত পাগলপারা
প্রকৃতি নিঃস্ব প্রজাপতি ছাড়া,
বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে
রং লেগেছে প্রকৃতিতে;প্রান লেগেছে ক্ষেতে।


কোকিলের কলতানে;ফুলের সুবাসে
সবার মেতে ওঠে মন,
যেটাকে কেউ বলে ফাগুন;কেউ বলে পলাশের মাস
বসন্ত পেরিয়ে গ্ৰ্যীষ্মে হবে বোরো ধানের চাষ।


সবশেষে প্রমাণ হল:
বসন্ত খোঁজে পলাশ
পলাশ খোঁজে বসন্ত,
বসন্ত ছাড়া প্রকৃতি
সারাজীবন অশান্ত।