ইস্কুল আমার ছিল মিশন
ছিলাম আমি বোকা,
মাস্টারমশাই মানা করলেও
আম খাওয়ার নামে;গাছ ধরে ঝোঁকা।


ইস্কুল আমার ছিল দোতলা
পড়তাম আমি নীচে,
বাথরুম করার নাম দিয়ে
বেরোতাম বন্ধুর পিছে পিছে।


ইস্কুলে আমাদের ছিল মন্দির
দিতে হত পুঁজো,
একজনের কিছু হারালে
সবাইমিলে মন দিয়ে খুঁজো।


ইস্কুলে আমাদের ছিল দুটো পুকুর
তাতে ছিল মাছ,
বিভিন্ন অনুষ্ঠানে স্যরদের কথায়; আমি
এবং বন্ধুরা মিলে ইস্কুলের চারিদিকে লাগাতাম গাছ।


ইস্কুলে আমাদের হত অনুষ্ঠান
হত প্রভাতফেরি,
স্যরদের কথায় সবাই মিলে
লাইন দিয়ে ঘুরি।


স্যার ছিল ভীষণ প্রিয়
থাক না হাতে লাঠি,
কে কটা মার খেলো
সবাইমিলে আঙুল দিয়ে খুঁজি।


খোঁজা তো যেমন তেমন
মজা ছিল বেশি,
একজনের কথা অন্যজন;অন্যজনের
কথা আমি শুনে হাঁসতে হাঁসতে কাশি।


ইস্কুলজীবন এমন জীবন
ছিল অজস্র মায়া,
আগের সেই সময় ফিরে পেলে
আর ছিল না কিছু পাওয়া।
                            পাওয়া! পাওয়া! পাওয়া! 😢