(গীতিকাব্য)


বেঁচে আছি স্মৃতি নিয়ে ও রে বেঈমান পাখি
তোর অভাবে অন্তর পুড়ে কান্দে দুই আঁখি।।
.
আর কতো কানবো আমি নিয়ে প্রেমের জ্বালা।
তুই বিহনে পাগল-পারা তাল হারা বেতালা।
তোরে কতো ভালোবাসি জানে অন্তর্যামী N
.
মধুর মধুর কথা বলে নিলি আপন করে।
এখন কেন বন্ধু আমার  দিলি দূরে ফেলে।
কোন দোষেতে চইলা গেলি ওরে বেঈমান পাখি N
.
অন্যের সাথে ভাব জমাইয়া আমায় করলি পর।
লাল শাড়ি পড়িয়া রে পাখি বাঁধলি অন্যের ঘর।
সেই সুখেতে ব্যাধি হইয়া নিকটিনে থাকি N


.........
রচনাকাল : ১২/১২/২০২১ (নিজগৃহ)
সময় : মধ্যরাত ১২.৫০
উৎসর্গ : লেখকের ভালোবাসার প্রিয় মানুষ লতা (ছদ্মনাম)