(গীতিকবিতা)


.
আযান শুনে চিৎকার দিয়ে বলি মওলারে,
মায়ের গর্ভে ভালোই ছিলাম কই পাঠাইলারে!
                        মাওলা কই পাঠাইলারে!
.
আজব তোমার এই দুনিয়া, আজব তোমার মানব!
সৃষ্টির সেরা হয়েও তারা, করছে নানান তাণ্ডব।
এই দুনিয়ার মায়ায় পড়ে গেছে তোমায় ভুলে ||
.
কাম তাড়নার নেশায় পড়ে ভুলে গেছে বিবেক।
তোমার দেওয়া নিষেধ কর্মে দেখায় বেশি আবেগ।
রোজ হাশরে বিচার হবে সেটাও গেছে ভুলে ||
.
রঙ্গ নিলায় মিছে মায়ায় করছি জীবন নষ্ট।
ভেবে দেখি পরকালে ভাগ্যে আছে কষ্ট।
ফকির খায়রুল কয় কান্দিয়া মাফ করো আমারে ||


..
রচনাকাল : ০৩-০৩-২৪ (নিজগৃহ)
উৎসর্গ : লেখকের অভিভাবক, লেখকের দাদা আবুল হাসেম সাহেবের প্রতি।