গাছের ডালে,পাখির গানে,
ভোরের সূর্য হাসে।
পাখপাখালি পালক নাড়ে
কালো  রঙের শেষে।
.
সূর্য মামার আগে ; গ্রামে-
একটি মেয়ে জাগে।
ভোরের মায়া গায়ে মাখে
পাখপাখালির আগে।
.
কুঁড়ে ঘরে কনক পাখি
লতা নামে ডাকে।
বাবার অতি আদরের ঝি,
হাসে প্রাণ ভরে।
.
গরীব ঘরে সুখের প্রদীপ
লতার হাতে জ্বলে।
কন্যা সন্তান ঘরের সুভা
সুখের ফসল ফলে।
.
গ্রামের লোকে উপহাস করে,
বলে হেঁসে, হেঁসে।
কন্যা সন্তান নন্দা বাড়ায় ,
বিনাশ  আনে শেষে।
.
মেয়ের বাবা গৌরব করে,
বলে সবার তরে।
কন্যা সন্তান সংসারে সুখ  
আনে ডালা ভরে।


★★
রচনাকাল : ২৫/১২/২০২০ইং
সময় : ৯.০০ (PM)
স্থান : পশ্চিম থুরী।