ও মন জানো না, মরন কারো কথা শুনে না
দুই দিনের এই দুনিয়াতে করেছো কতো লড়াই।
ক্ষমতা পেয়ে তুমি করেছো অনেক বড়াই।
টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না,
ও মন জানো না, মরন কারো কথা শুনে না।
.
ঘুষের টাকায় করছো বাড়ি, কিনছো দামী গাড়ি।
পরের জমি কেড়ে নিয়ে করছো জমিদারী।
সাড়ে তিন হাত মাটির ঘরে হবে তোমার ঠিকানা।।
.
পাপ কাজে মেতে থেকে দিছো নামায ফাঁকি।
কখন জানি উরাল দিবে তোমার পরাণ পাখি।
বেঁচে থাকার জন্য তুমি যতই করো বাহানা ।।
.
পরকালে জান্নাত চাইলে ফিরে আসো ঈমান ঘরে!
মনে প্রাণে তওবা করে ক্ষমা চাও খোদার তরে।
রোজ হাশরে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি পাবা না।।
.
ফকির খায়রুল ভেবে বলে ঈমান ছাড়া মরন হলে,
যতই কান্দো রোজ হাশরে ক্ষমা কিন্তু পাইবা না।।



রচনাকাল : ০৮/০৪/২০২৪ (নিজগৃহ)