তুমি চাইলেই,
আমি এনে দিতে পারি—শিশির ভেজা দূর্বা-নূপুর।
.
তুমি চাইলেই,
আমি এনে দিতে পারি—মায়া ঘেরা রৌদ্র দুপুর।
.
তুমি চাইলেই,
তোমার চোখের জল হতে পারি—
শত দুঃখে অশ্রু হয়ে, অঝরে ঝরতে পারি।


তুমি চাইলেই,
লিখতে পারি প্রেম ইতিহাস,
দু'জন মিলে সেথায় করবো প্রেম চাষ।


তুমি চাইলেই,
আমি তোমার চোখের কাজল হতে পারি।
খুব কাছ থেকে তোমার রূপ ভোগ করতে পারি।


তুমি চাইলেই,
হতে পারি দুষ্ট হিমেল হাওয়া।
আঁচল উড়িয়ে বুকে জড়িয়ে —
পূরণ করবো মনের যত চাওয়া।


তুমি চাইলেই,
হতে পারি  প্রণয় ঘেরা গোধুলি লগন।
পাখি হয়ে ডানা মেলে উড়বো মায়াবী গগন।


...
রচনাকাল : ১৬-০১-২০২৪ (নিজগৃহ)
উৎসর্গ : নায়কা-২ (ছদ্মনাম) এর প্রতি