কুয়াশায় ঢাকা ভোরবেলায় শিহরিত ছায়াতলে
পাখিদের গানে মুখোরিত সবুজের সামিয়ানা,
ঝরা পাতায় সূর্যের আলো জমানো শিশিরে জ্বলে
ভাপাপিঠায় মাখানো গুড় কৃষাণের দামি খানা।
গরু নিয়ে মাঠে ছুটে চলা গায়ে জড়ানো চাদরে
খালি পায়ে শীতল ছোঁয়ায় কম্পিত দেহের অঙ্গ,
হেমন্তের ধান কাটা শেষে চাষের জমি আদরে
ফুলে ফুলে ভরেছে বাগান প্রকৃতি দিয়েছে সঙ্গ।
রাস্তার ধারে গড়া যেখানে খেজুর গাছের সারি,
রাতের আঁধারে চুঁয়ে চুঁয়ে ভরানো রসের হাঁড়ি।
-
রোদেলা দুপুরে মিষ্টি রোদে জড়ানো সময় কাজে
সুরভিত শীতল বাতাসে সরিষা ক্ষেতের দোল,
কৃষাণীর মতো কলমিলতা ডগাতে নোয়ায় লাজে
দুরন্ত কিশোর ফাঁকা মাঠে ফুটবলে ভরায় গোল,
ক্লান্ত বিকেলের সমাপ্তিতে শিশিরের গান বাজে
দীর্ঘ রাত্রির বুকের মাঝে চঞ্চল বাংলার ঢোল।
এসব যেন ডাক পাঠায় অতিথি পাখির দেশে,
নিমন্ত্রণ পেয়ে ঝাঁকে ঝাঁকে আগমনে ভালোবেসে।