আমি নষ্ট ছেলে,
কষ্ট দিতেই আমার জন্ম!
কতটা কষ্ট পেলাম,খেলাম বা না খেলাম;
তাতে কারোর যায় আসে না।
বিরহ রোদন সয়ে,হৃদয়ের ক্ষত বয়ে;
বাস করি নেশার জগতে,
চাষ করি অ-সুখের দেহ;তীক্ষ্ণ অবসাদে।
নিকোটিন ধোঁয়ার আড়ালে,
ছিটকে পড়া এ্যালকোহলের বোতল থেকে-
বেয়ে যায় সোনালি সময়!
আমি চেয়ে থাকি,আলোহীন সেই পথপানে;
যেই পথ ধরে চলে গেছে,জীবনের সুখ!
লাল বেনারসি পরে চলে গেছে ভালোবাসা।
এসেছে দুর্দিন-নিয়মের ধারা মেনে,
প্রিয়জনেরা ফেলে দিয়েছে,অবিশ্বাসীর ভাগাড়ে।
ওরা বলছে আমি নষ্ট ছেলে,
আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই!
যে কিনা অক্ষম,দায়ভার বহনের জন্য।
খুবই কষ্ট হয়,তবুও নীরব থাকি;
নেশার সাথে সখ্যতা করে-
মনের ভুলে তলিয়ে যাচ্ছি,মরণের অতল গহ্বরে।
তাই তো নেশার ঘোরে,প্রার্থনা করি আনমনে;
এমন জীবন যেন,কারোর না হয়।