কষ্টের মেঘে ঢাকা পড়ে
গেছে আমার মন,
অভাব নামের আয়লা ঝড়ে;
বিধ্বস্ত জীবন।
আপনজন অনেক আছে
তবুও লাগছে একা একা,
বিপদে পরলে কাছে আসে;
এখন নেই কারও দেখা।

অশ্রু আমার হারিয়ে গেছে
ঝরে না আগের মতো,
কষ্টগুলো খুঁড়ছে মন;
করছে ক্ষত-বিক্ষত।
হাসিতেও যেন লুকিয়ে আছে
হতাশা নামের বিষ,
কানের মাঝে ঝাঁজালো শব্দ;
যায় না শোনা পাখির মধুর শীষ।।

চলতে গেলেও ছিটকে পরি
পথে কষ্টের কাঁটা,
হামাগুড়ি দিতেও গড়িয়ে পড়ে
অশ্রুর শত ফোটা।
অনেক কষ্টে হাসতে গেলে
কাঁদে আমার মন,
উপর থেকে যায় না বোঝা;
কারণ,এটাই আমার কষ্টের জীবন।।