চাওয়ার যদি শেষ না থাকে,
পাওয়ায় কেন শেষ থাকে;
দেওয়ায় তুমি অল্প দিলে-
লুকিয়ে নিলে নিজেকে।।
নেওয়ার সময় সবই নিলে-
বুঝো নাই আমার ক্ষতিটা,
যাওয়ার সময়ও একা গেলে
ভাঙ্গলে শুধু এই মনটা।।

ভালোবাসি বলেছিলে-
যাবে না কখনো ভুলে,
নিঠুর বিদায় জানালে কেন?
গেলে একা ফেলে।
যাবার বেলায় বলতে যদি
বাসবে আমায় ভালো,
তবুও অনেক শান্তি পেতাম;
কমতো কষ্টগুলো।।

যাবার সময় নিয়ে গেলে
জীবন পূর্ণিমার আলো,
ছেড়ে গেলে অন্ধকার
আমাবশ্যার মতো কালো।।
অন্ধকারের সাথী হয়ে
কাটছে আমার দিন,
বাঁচবো না তোমায় ছাড়া-
তবুও বেঁচে আছি তুমিহীন।।

অনেক স্বপ্ন বেঁধেছিলাম
বেঁধেছিলাম কতো আশা,
কষ্ট শুধুই দিলে আমায়
নিয়ে গেলে ভালোবাসা।
তাই আজ মনকে বলি-
শুধু শুধু বকিস না,
ও না হয় নিঠুর ছিলো
তুই তো আর নিঠুর না।।