সুখ পাখি তুই থাকিস কোথায়
       পাহাড় নাকি বনে?
তোকে খুঁজতে পাগল আমি;
        পাবো কতক্ষণে!
খুঁজতে খুঁজতে পাগল প্রায়-
     ধৈর্য যে আর সয় না,
সুখ পাখি তুই কেমন পাখি
      বাবুই,টিয়া,ময়না?
দেখা দিয়ে ছুটে পালাস্;
      দিস্ না ধরা কেন,
থাকিস সরে অনেক দূরে
     পর করেছিস যেন!
তুই কি তবে এতই পাষাণ
     কাঁদিয়ে মজা পাস্,
কাঁদি যতই কাঁদতে বলিস
       করিস সর্বনাশ!
একটুখানি সময় কি তোর
     হয় না কভু হাতে,
কষ্টগুলো তাড়িয়ে দিয়ে
     হতে যে একসাথে!
নাকি আমার হাসতে মানা
      হাসলে আসে জ্বর,
আসলে কাছে হয় কি পাছে
      কাঁপিস থরথর!
  এটা ওটা সেটা ভেবে
     বেশ হাঁপিয়ে আজ,
  থেমে থেমে কষ্ট জ্যামে
    পড়ছে মাথায় বাজ।
  মেঘে ঢাকা মনটা নিয়ে
     অশ্রু ঝরায় আঁখি,
আসবি কবে বাসবি ভালো
   অমূল্যের সুখ পাখি?



পুনরায় সম্পাদিত,24.02.2018