ভালোবেসে কাছে টেনে যদিও না নেবে
     তবে কেন ভরসার দুহাত বাড়ালে!
    খুব করে বলেছিলে সব সুখ দেবে
  নেই সেই তুমি পাশে সুদূরে হারালে।
  কেন মিছে অভিনয় করেছিলে বলো
    শেষ করে দিতে যদি সেদিনেই সব!
     যেদিনে দুটি মনের বিনিময় হলো
   লুটোপুটি খেলো সুখ-যত অনুভব।
পারোনি বোঝাতে কভু সবই ছিলো ভুল
  মিশে যাবে আশা যত খুশির দেয়ালে!
পাবো না পাবো না আর আপন তোমায়
   হঠাৎ হারালে তাই অজানা খেয়ালে।
  বাধাহীন স্বপনেরা ভেসে গেলো বানে-
    খা খা করে ফের এই মনের জমিন!
  কখন যে কীভাবে কী হলো চুপে চুপে
  তাড়াহুড়ো করে যেন হারালো সুদিন।
কাছে আসা ভালোবাসা মিছে ছিলো জেনে-
  পেয়েছি কত আঘাত বোঝাতে না চাই,
  কালোমেঘে জমে থাকা আধার জীবনে
      বিরহ অনলে পুড়ে হয়েছি যে ছাই।
        বেদনার বিচরণ নদীদের মতো
ভেঙে ভেঙে কেড়ে নিলো সুখের সময়!
     আহত পাখির মতো অসহায় হয়ে
মেনে নিতে হলো জেনো এই পরাজয়।
  থেমে গেলো কোকিলের কূহুকূহু গান
   ভেসে আসা অবেলার বিদায়ের সুরে,
  নিরবে হারালে তুমি নেই বাধা কোনো
     খুব কাছাকাছি থেকে দূর-বহুদূরে।
কখনো  হবে না জানা তোমার সীমানা-
যেখানে তোমার তুমি রানী-মহারানী,
ভুলে যেও-ভুল করে রেখো নাতো মনে
ভালো থেকো সুখে থেকো এই শুধু জানি।