যতই দূরে যাও না কেন-
পাবে আমায় পাশে,
যেমন করে শিশির ফোটা
জড়িয়ে থাকে ঘাসে;
পাশে আমায় পাবে তুমি
হাত বাড়াবে যেই,
যদি না পাও;
জানবে সেদিন-
আমি আর নেই।।


তোমার জন্য কাঁদবো আমি-
আমার জন্য নয়,
কষ্ট দিলে আমায় দিও;
করিও না কোনো ভয়।
ধ্বংস হলে আমি হবো-
তোমার হবে জয়,
তোমার দেওয়া আঘাত পেয়ে;
মরণও যদি হয়।।


যখন আমার আসবে মরণ
শিশিরভেজা ঘাসে,
যদি পারো;ভালোবেসে
থেকো আমারে পাশে।
পরিয়ে রেখো কাজল রেখা;
তোমার আঁখির তলে,
শেষ বিদায় দিও আমায়-
তোমার নিরব চোখের জলে।।