চাপা ফুলের স্বর্ণালী আভায়
লাবণ্য রোদের হাতছানি
হালকা হলুদ পাতায় আলতো পা ফেলে
শিউলির রথে চেপে
বাঁকা চোরা পথে,
নেমে এল সমুদ্রে নীল জলের ওড়াউড়ি।
কিন্তু আজ দেখি হায়-
বিষন্ন সোনারোদের ছোঁয়ায়
রঙ ধরেনি চাপা ফুলে,
ধূলো আর ধূলায় মলিন!
কংক্রিটের জঙ্গল থেকে শরতের
হাত ধরে দাঁড়িয়েছে আছে হেমন্ত
দূরে-বহুদূরে!
জানালার গরাদে চোখ রেখে
হারিয়ে যাই স্মৃতির অধরে।
শিউলির ঠোঁটে
কাশফুলের শুভ্র ছোঁয়াছুঁয়ি !
আসমানের নীল যৌবনে
মেঘ ও রোদের খুনসুটি।
লাবণ্য রোদের উদাসী হাওয়ায়
নৃত্য করে সোনালী বধূরা।
চাপাফুলের মেঠো গন্ধে মাতোয়ারা
স্নিগ্ধ যুবতীর নবযৌবন।
অরণ্যের গহীনে চার চোখের
চোরাবালিতে,
মাটির আঁচল জুড়ে
মায়াভরা মেঠো পথে,
স্বর্ণ যুবার হাতছানি।


১৬/১০/১০