অভিমানের কালো মেঘ
সরালে দেখতে পাবে
আমার আকাশটা
আজও নীল,
হাতটা বাড়িয়ে দেখো
আমার এই অন্তরে
আবেগে‌ মাখা স্বপ্নগুলো
করছে মিছিল।


ভালোবাসি বলা সহজ
ভালোবাসাটাই কঠিন,
সময়ের সাথে সাথে
ধাঁধাও হয় জটিল।


আজ আমি বিরক্তিকর
তাই চাইছো দুরত্ব,
মূল্যহীন প্রতিশ্রুতির
বোঝাপড়ায় জেনেছি গুরুত্ব।


তারপর অনেকদিন ঘুম
আসেনি রাতে,
হয়তো প্রিয় ব্যাস্ত এখন
অন্য কারোর সাথে।
যার চিন্তায় দিনে দিনে
হচ্ছি আমি শেষ,
হয়তো সে আজ
অন্য কারোর দেশ।


মনে যদি পরে
তবে কথা বলে নিও,
উত্তর দিব বুঝে আমি
পরিচিত ভেবে নিও।


দারকার নেই এখন
আর আমার,
সামলে নিও ভয় পেলে
রাস্তা পেরিও খুব
সাবধানে এবার।


যেটা ছিল না আমার
না পাওয়াই থাক,
রাতের আকাশের ওই
চাঁদের গায়েও লেগে
আছে অনেক দাগ।