কেউ বলে মৃত্যু
মানে শেষ নিদ্রা আর
কেউবা বলে প্রাণত্যাগ।
কেউ বলে পাপ
হইতে মুক্তি আর
কেউবা বলে দেহত্যাগ।
শুনেছি মৃত্যুর সময়
নিজেকে অসহায় মনে হয়,
ভীড়ের মাঝে বিষন্নতার
হাত ধরে হাটতে হয়।
মরণের অধিদেবতা যমকে
নাকি দেখতে পায়,
জীবনের রঙ্গমঞ্চে হওয়া
হেরে যাওয়া প্রতিযোগিতায়।
ক্ষনিকের জন্য জীবন
সুখ দুঃখের মায়াজালে,
গড়ছে পরিচয় জীবনযুদ্ধে
ভালোবাসা সমুদ্রের অতলে।
কতো রঙিন স্বপ্ন
বুনে সময়ের ব্যবধানে,
মায়ার বাঁধন ছিন্ন করে
নির্মল মৃত্যুর আগমনে।
বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো
হারানো অনুভূতি গুলো,
হতাশার দেয়ালে নিরাশার
দোলায় দোলে ইচ্ছা গুলো।