রাত জেগে ভোরের
আলোর পানে স্বপ্ন
পূরণের পথে চেয়ে
আছে চিন্তিত কবি,
নব দিগন্তের পথিক
জাগরণের বিদ্রোহী
সূর্যাস্ত হওয়া রবি।
ভীত শহরের কোলাহলে
অন্ধকার ভরা কান্তার,
ক্লান্ত অদূর মিছিলে
ভ্রমর গুনছে প্রহর।


বিষাদের সুর আড়ম্বে
ইচ্ছেগুলো হচ্ছে ক্ষয়,
অন্তর পুরে ছাই
মিথ্যে সব পরিচয়।
এই পৃথিবীতে কেউ
কারো নয়,
কিছুটা মায়া আর
বাকিটা অভিনয়।