Quarantine মানে পৃথকীকরণ
মানে সঙ্গরোধ মানে
নিজের আপন মানুষটির
থেকে দুরে সরে থাকা ।
কি তাই তো ???


তুমি কি জানো ?
যারা বৃদ্ধাশ্রমে থাকে
তারা আজীবন তাদের
কাছের প্রিয়জনের আসার
অপেক্ষায় একদিন
বিলীন হয়ে যায় ।
কি তাই তো ???


তাদের স্বপ্ন অভিমান
আশা চোখের জল
হয়ে অন্তর ভেঙ্গে
আঘাত করে যায় ।
কি তাই তো ???


নিজের কথা না
ভেবে সুখ স্বাচ্ছন্দ্য
ত্যাগ করে নিঃস্বার্থে
সারারাত জেগে থাকা
মানূষটিও কেঁদে যায় ।
কি তাই তো ???


আজও তারা অন্য
কাউকে দোষ ‌না দিয়ে
নিজের কপালের লেখা
পাপের প্রায়শ্চিত্ত ভেবে দিন
কাটাচ্ছেন মৃত্যুর প্রতিক্ষায় ।
কি তাই তো ???


আজ আমারা অল্পতেই
ব্যাকুল হয়ে মনের ভেতর
অস্থিরতার আলোরন
গৃহবন্দি থেকে বেরিয়ে
এসে মেলামেশা করতে
না পারার আবেগের
কথোপকথন
তবে ভেবে দেখো
শব্দহীন আর্তনাদে
লুকিয়ে আছে হাজার
হাজার কারণ।
কি তাই তো ???


কেউ কেনো বলে না
মা আমি‌ এসেছি
বাবু আমি এসেছি
তোমাকে নিয়ে যেতে
দুঃখ কষ্ট ভূলিয়ে দিতে ।
অনেক হয়েছে আর নয়
এবার আমার হাত ধরতো ।
কবে হবে বলতো ???