পলক ভরে নিয়ে গেলে যা ছিলো স্ব মোর
চোখে শুধু রেখে চোখ — হয়ে গেলাম তোর
আদি পিতার গোপন কথা বলে দিয়ে সব
অপলক দৃষ্টি শুধু মেপেছে — তোর চোখ।


প্রনয় নামক জড়িবুটির, — শরাব বানিয়ে
পান করিয়ে হলাম মাতাল দৃষ্টি মিলিয়ে,
জীবন খসরু তোমার তরে, ও প্রিয় নিজাম
বধু বেশে নিও বরণ চোখে - চোখ রেখে।


নেশার ঘোরে আমি পাগল তোমার তরে হায়
ফর্সা আমার অম্ল – বদন তোমাতে জানাই  ;
কলাপাতা রাঙা কাঁকন খুলে রেখে গাই —
চোখের ভাষায় জীবন গেলো, ওগো প্রাণ সাঁই।