গুঞ্জরিনীর সুরের তালে, ছুটছে গগণ মুক্ত দলে ;
দিক দিগন্তে পাল তুলে দেখ,মৃদু হাসি ফুটছে গালে।
রঙিন মেঘে তুলির ছুঁয়া,আকাশ ফেটে নামছে ধোঁয়া;
গভীর বনের চক্র ভেঙে ফিরছে নীড়ে পূবের হাওয়া।


শালিক ধরে বাদাম নায়ের,দাঁড় টানে দেখ শঙ্খচিল,
তোতাপাখি ঠেলছে গাড়ি কোকিল গাহে অন্তমিল।
শালবনেতে দোয়েল সখা, লাল মাটিতে দেহ মাখা ;
কাঠঠোকরার সাঁঝেরবাতি কুসুম রাঙা সূর্যে আকা।


চড়ুই ফেরে ঝাঁকে ঝাঁকে,দোলা লাগায় নবীন শাখে,
গোধূলিতে আকাশ খুশি, বন্য হাসি মেখে চোখে।
নদীর তীরে মহিষ পালে খুশির আমেজ মাখছে বেশ
সোনার রোদ্দুর ছড়াই আঁখি,স্বর্ন-ক্ষণে সোনার দেশ।