রঙ মাখা মশালে ক্ষুধার আগুন জ্বলে
চারপাশ জ্বলেপুড়ে শেষ ;
ভাবছি তাঁর সাথে যাবো নীলনদ পুড়িয়ে
আকাশে জমা রবে মেঘ।
মরা গাঙে একদল মানুষ নামের অবল
গায়ে জড়ায় সুপ্ত আবেগ,
আকাশ খসে খসে ভাঙলো সব পাহারা
দ্বিধারা কাঁধে নেয় ক্লেশ।
প্রশ্ন করতে গিয়ে আমাদের ইতিহাসে
জীবনের আধো-আয়ু শেষ,
বইয়ের পাতাজুড়ে মিথ্যেসব কান্নায়
পুড়ছে কিশোরের দেশ।
বিছানার পাশে বসে মড়ারা কেঁদে-হাসে
বলে যায় তাহাদের ত্যাগ ;
একদিন বিষাদে বিদায় নিতে নেমে
কেটে যাবে সকল আয়েশ।