আমি সৃষ্টি, তুমি স্রষ্টা
বলো তোমার কি'যে ধর্ম?
আমি কৃষ্ণ, তুমি উজ্জ্বল
খুঁজি সদা তোমার মর্ম।
আমি বীজাণু রূপি
নাগিন ফণা ;
খুঁজি তোমায় বারেবার।
তুমি প্রোজ্জ্বল, আমি সিক্ত
চোখে ধরতে নারি শতবার।
আমি আশার আলোয় ব্যপ্ত
চাই তোমার পরম স্পর্শ।
তুমি মহান কবি, লেখক-
দাও আমায় তোমার কর্ষ।
আমি মাথা নুয়াবার
নহে পার্থ ;
কেবল ছাড়া তোমা তর।
সৃষ্টি ঝাড়ুক সুখ পার্থিব
তোমায় খুঁজে আপামর।
আমি শ্মশান কবরে শস্য
তুমি জাগানো ক্ষিপ্ত প্রদীপ।
সৃষ্টি ধরা তোমার আলোয়
নতজানু তোমা সমীপ।
বিসর্জন আর জন্মক্ষেত্রে
তোমার দেখায় দেখি,
তুমি শান্ত, প্রভু ক্রান্ত
আমি তোমায় মনে আঁকি।
তুমি ছিলে, আছো, থেকো
কভু বিধবা হয় মোর অন্তর।
আমার ক্লান্ত ভরা হৃদয়
খুঁজে আমাদের অভ্যন্তর।
তুমি হাসো, তাই হাসি
অধর বাজায় বাঁশি।
এই যাযাবর জীবন আর্য
সদা তোমার নদে ভাসি।
আমি মরণ, তুমি ধ্রুব
মাঝে খুঁজি নিজ আত্মা,
তুমি শ্রেষ্ঠ, জীবন স্বয়ং
আজ তোমাতে লুটাই স্বত্বা।
তুমি প্রেমিকা আমার পূণ্য
দিও দেখা মোর চর্মে,
আমি ঊষালগ্ন ক্ষণ-রাঙা
করো শুদ্ধ নিজ কর্মে।