চোখ মুখ বালিশেতে গুঁজে কেঁদে সাবধান
লাল ফিতে ছিঁড়ে গেছে নতুনের দাবীদার
আসবে  খেলবে দল  হইহই মেঘ হাসে  
পিঠাপিঠি একদলে রেখে গেছে আবদার।


ছানাবড়া চোখ টুক, চা'র কাপে নাচে ঠোঁট
সিগারেট টেনে পিষে মাড়ছে যে নীল বুট।
গিটারের  বাক্সতে  বেজে যায় হরতাল
নোটগুলো ছেপে ছেপে চলছে মরুর উট।


পিঠ তুলে ধেয়ে চলে আঁকাবাকা পথ ভেঙে
ওপারের ধুলি ঝড়ে কাঁদে খুকি নির্জরে  
লোকালয় ছেড়ে এসে খুঁজে মরি মর্ত্য
পারাবার ধেয়ে আসে  নৈঋত গহ্বরে ।