আমি একটা দুঃস্বপ্ন দেখি ঘুমের ঘোরে
ভয়ের অন্তরালে ঢাকা পড়ে যায় সমস্ত আপাদমস্তক
নিথর দেহে শক্তি পাইনা ওঠে দাঁড়াবার।
সব বাঁধার  প্রাচীর সরিয়ে
ধীর পায়ে জানালায় গিয়ে আকাশ দেখি
সব যন্ত্রনার, ভয়ের দীর্ঘশ্বাস ছাড়ি বাতাসে
বায়ুমন্ডলে ঘুরপাক করে পৌঁছে যায় আকাশে
ওই তারার দেশে, চাঁদের দেশে
চলে যাওয়া প্রিয় মানুষের দেশে।
একটা অবয়ব সর্বক্ষণ আসে আমার দু’চোখে
বাস্তবে আসবেনা কোন ক্ষণে
তবুও কেন বার বার আসে দুঃস্বপ্নের ঘুমঘোরে।