বহু প্রতিক্ষার পরে আবার হবে
দেখা স্বপ্নের বালুচরে।
সুদূর গৌধুলীর রক্তিম আভায়
মনের সবটুকু ভীষন্নতা মুছে দিয়ে
জ্যোৎস্নার প্লাবনে ভাসবো দুজন।
কুয়াশা মোড়ানো পূর্ণিমায়
শির শির অনুভূতিতে না বলা কথা হবে
একই সাথে।
জীবনের সব ধূসরতা ছাড়িয়ে
চলবো দূর-বহুদূরে।
সাগর আর পাহাড়ে, পাথর আর সমুদ্রে
যেখানে নদী শেষ হয়ে আসে
সুদূর নীলিমার প্রান্তরে
হাতে হাত রেখে পাড়ি দেবো দুজনে
জীবনের সমাপ্তিতেও।