আমি খুড়িয়ে চলা এক, ব্যাকুল পাখি
জানি তুমি আসবে না, সঙ্গ দিতে
আমার পথচলা তাই একাকিত্বের
চির নিঃসঙ্গ, চাঁদের মত


নিঝুম রাতে, পৃথিবীর নৈঃশব্দ্য সময়ে
জানি তুমি শোনাবে না গান, বাসরে
বলবে না কি ভাবছো বসে একা
তবুও  তোমার  জন্য
প্রতিক্ষার হাজার প্রহর গুনা


জেগে জেগে পার করা সমস্ত নিশী
জানি তুমি আসবে না, বসবে না পাশে,
ভুলেভরা স্বপ্নগুলো তাই
নিরবে নিভৃতে, দিয়ে চলি ফাঁসি


নিশ্চুপে আসে যায় স্মৃতি আনমনে
গভীর ঘুমে  আচ্ছন্ন নগরী  
একা জেগে আছি  এই আমি
নিকোটিনের ধোয়ায়, বেপরোয়া ভাবনা
তাড়িয়ে বেড়াই


কোন হতাশায় দিন চলে যায়, নিরবে
হেঁটে চলি অজানায়, খামখেয়ালে
তবুও তুমিহীনা জীবন
যাচ্ছে কেটে, জীবনের নিয়মে


কার স্মরণে মন পিছু টানে
জানি না কেন এ অস্থীরতা
ঘুমন্ত রাজপথও জাগ্রত হয়
ব্যস্ত সময়ের ব্যবধানে
শুধু আমি ই থেকে যাই একা
দুরের মাঠে, বিচ্ছিন্ন গাছের মত
কারণ ?  আমি আদিগন্ত নিঃসঙ্গ