বিবেক তুমি ঘুমিয়ে থাকো।
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে,
এসব ছোট খাটো বিষয়ে
তোমার নাক গলানোর কোনই দরকার নেই,
এখনো কলেরার মত মহামারী আকার হয়নি যে !
তুমি বরং নাকে তেল দিয়েই ঘুমিয়ে থাকো
.
বিবেক তুমি ঘুমিয়ে থাকো।
এই জনারণ্যের মাঝে,
এসব নিয়ে ভাবনার সময় কই তোমার?
নিজের পীঠ কিভাবে বাঁচানো যায়
সে দিকে খেয়াল রাখ,
অন্যের কি হল, না হল তাতে তোমার কি?
কথায় ছিল, “নিজে বাঁচলে বাপের নাম”
এ কথাটা সেকেলে হয়েগেছে,
এখন তো “নিজে বাঁচলে নিজের নাম”
.
বিবেক তুমি ঘুমিয়েই থাকো।
যতদিন না ঐ নরপশুর দল
তোমার নিজের উপর আঘাত হানে
নিজের পরিবারের উপর আঘাত হানে
.
বিবেক তুমি তখনো ঘুমিয়েই থেকো
তখন অন্যকে দোষ দিও না যেনো,
ভুলেও মুখে এনো না, এ সমাজ বিবেক শূন্য,
এ সমাজ অন্যায়ে ভরা, বিবেক হারা
.
যখন তনু মরল, তুমি ঘুমিয়ে ছিলে
যখন নুসরাত মরল, তখনও তুমি ঘুমিয়ে ছিলে
শুধু তাই নয়,
হাজারো তনু নুসরাতের
এই নির্যাতনেও তোমার ঘুম ভাঙ্গে নি,
তোমার বেলায় ?
অন্যের ঘুম ভাঙবে এ আশা করো না যেনো
.
বিবেক তুমি তদবধি ঘুমিয়েই থেকো ।
যতদিন না এ সমাজ রসাতলে যায় ।।