মনের অলিতে গলিতে করে বিচরণ
হয়রান আমি, বুঝি না ব্যাকরণ
পাহাড়ের দৃঢ়তা ধারণ
বা বরফ গলা নদীর বাতাবরণ
মেঘের পশ্চাতে তেজস্বী অগ্নিমূর্তি
কষ্ট ঢেকে লোক দেখানো কত ফুর্তি
‘হ্যাঁ’ কথার দুটি মানে, হ্যাঁ অথবা না
জিজ্ঞাসিলে উত্তর কেবল ‘জানি না’
হাসির আড়ালে চাপা কান্না জল
দেখানো অশ্রুতে শুধু,  মিছে ছল