কি মায়াবী এই সন্ধ্যা! ছড়িয়েছে,
অঝড়ে কাঁদে ধূসরিত আকাশ।
সব আশার আলো হারিয়ে গেছে!
মৃয়মান এই প্রভায় মন উদাস।


উথাল পাথাল করে স্মৃতিরা ফিরে,
হিয়ায় বেজে চলে করুণ সঙ্গীত।
একাকিত্ব জেগেছে পুরোটা জুড়ে,
মন আলো খুজে ফিরে শংকিত।


যন্ত্রনার এই নিঃসঙ্গ নিরবতার ’পরে,
ঘন কালো মেঘে ছেয়ে যায় মন।
প্রার্থণা, হে দেবী একটু আলোর তরে,
শুধু আধার আর আধারে উঠোন।


যতই আকাশ ঘনিয়ে আসে,
উদাস এই মন জানালার কাঁচে,
বিষিয়ে যাওয়া ঐ আকাশে,
ঝাপসা এক মায়ামূর্তি আঁকে ।


এ যে প্রণয়সুলভ মায়াবি সান্ধ্য,
হৃদয়ের উত্তাল খরপরশা ঢেউ,
কারো মনে বয়ে আনে আনন্দ ,
পরাহত আশা নিয়ে চলে কেউ।


শ্মশানের এই ব্যাথাতুর নিরবতা,
বৃষ্টিস্নাত সবুজে ছড়ায় মলিনতা।