সুখ কেন্দ্রের বৃত্ত আমার,
আঁকা দুঃখবিন্দুর পরিধি ।
মহাশূণ্যের জগত আমার,
সুখাণু গ্রহে বাস, নিরবধি।
আমি সুখ সুখ খেলা করি।।


সদা আমার সুখের সাথে বাস,
জনারণ্যে হাস্য উজ্জ্বল আমি ।
করি একাকিত্বের দুঃখ বিলাস,
নিরব দর্শক আমার অন্তরযামী।
আমি সুখ সুখ খেলা করি।।


দুঃখের সাথে পরকীয়া আমার ,
সুখের সাথেও মায়া প্রেম করি ।
স্বপন আমার পরামুখ বাস্তবতায়,
দুঃস্বপ্ন আছে পরম মমতায় ধরি।
আমি সুখ সুখ খেলা করি।।


মাছ দিয়েই শাক ঢাকি, সুখ দিয়ে দুঃখ
কেউ কি দেখেছে আমায়? বিষন্ন বিমুখ
ধ্রুবসুখ আমার দিচ্ছে আলোকবছর পাড়ি
মিছেই ভাবছি, সুখ আমার, থাকবে আমারি।
আমি সুখ সুখ খেলা করি।।


দিনকে দিন সুখ বাড়ছেই আমার
মিঠা মিঠা জলে খাল বিল ভরি,
নোনাসাগর এবার হারিয়েই যাবে
সাধু পানির তলে অস্তিত্ব হারি।
আমি সুখ সুখ খেলা করি।।


ভুবন ভরা দুঃখ-সুখের ছড়াছড়ি
নিজের সাথেই নিজের লুকোচুরি
জীবন ? সে বিন্দু সুখে বেদনার তরী
তবুও আমি সুখ সুখ খেলা করি!!