আমি মনের ব্যাকুলতা কে
শিকলে বেঁধে রাখতে পারি না।


অসীম সমুদ্রে ধূমকেতু আঁছড়ে পড়লে
যেমনটা সমুদ্রের জল উচ্ছাসিত হত -
ঠিক তেমনই আমার মন
আবেগে__
আকাঙ্খা, ব্যাকুলতায়
উচ্ছাসিত হয়ে পড়ে-
তোমায় দেখলে।


আমি ভাবি,
হে প্রিয়তম , এ গোটা একটা বিশ্ব
কোটি কোটি মানুষের ঢল-
শুধু তুমিই কেন? আর আমিটাই __
কেন এরম পাগলামি করি ?


আমার পাগলামি আমাকে আমাকে ভাবায়
আমাকে কাঁদায়, আমাকে কষ্ট দেয়-
আবার বেশ হসিও পাই।


আমার অন্তর মহলে অসীম যুদ্ধ।
বাইরে একঘেঁয়ে বেঁচে থাকি ।
আমার নীরবতা তোমায় ছুঁতে পারে না।।





বি: দ্র: ত্রুটি মার্জনা করবেন।