আবেগ নিয়ে অপূর্ণতায়
কাদঁছে এ মন ভীষণ্যতায়,
ডাকঁছে কেও শূন্যতায়
হাসছে হ্রদয় হয়ে নিরূপায়,


সে যে কে দেখতে চায় না
যেই হোক সে আমার কাল ।
অবেলায় ডাকছে তবুও তাকাই না
সে যেই হোক, সে আমার কাল ।
তাই তাকে ভাবতেও চাই না


যদিও আসে সামনে আমার
অন্ধ করিবো চোঁখ দুটি,
তাও দেখবো না তাকে
করবা না আর ভুল ক্রুটি।


বিদায় তোমায় আবারও প্রিয়
এসো না ফিরে মিথ্যে প্রেমে,
এসো না ফিরে মিথ্যে হ্রদয়,
পাবে না কিছুই নতুন করে ।